বীর নারী সদস্যর কথা
বীর নারী সদস্যর কথা
স্টকে 100
পিকআপের উপলভ্যতা লোড করা যায়নি
সুরমা জাহিদলিখি শুরু করলেন কবিতা দিয়ে। পরবর্তী ছোটোগল্প, প্রবন্ধ ও গবেষণা শুরু হয় ১৯৭১-এর নির্যাতিত নারী বীরাঙ্গনাদের নিয়ে। নরসিংদী সাংস্কৃতিক রায়পুরা শহর বাড়ি বাড়ি তাঁর জন্ম। বাবা মরহুম আলফাজ আহমেদ, মাতা আম্বিয়া আক্তার। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট। স্বামী মোঃ জাহিদ হাসেন, ছেলে লুই ও মেয়ে জুই। শিক্ষাজীবন শুরু করেন জিরাহী প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর মর্জা কাজী মোঃ বরের উচ্চ বিদ্যালয়। তারপর গড়িমারী উচ্চ বিদ্যালয়, আলিমুদিন ডিগ্রি কলেজ। লেখাপড়া শেষ করেন কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। গবেষণা ও গবেষণা : বীরাঙ্গনা সমগ্র ১, বীরাঙ্গনা সমগ্র ২, বীরাঙ্গনা সমগ্র ৩, বীরাঙ্গনা সমগ্র ৪, বীরাঙ্গনা কথা, একাত্তরে নির্যাতিত নারীদের ইতিহাস, ১৯৭১ সম্ভ্রম হারানো নারীদের করা কাহিনি, এই স্বাধীনে আমিও আদিবাসী, বীরাঙ্গনা নারী নির্বিশেষে সম্ভ্রান্ত স্বদেশ একাত্তরে বীরমাতাদের অনা কথা, আমরা যুদ্ধশিশু, প্রকাশ-অনিষিদ্ধ, বহির্বিশ্বে গণমাধ্যমে পরিস্থিতি, 1971-এ লঙ্ঘন। কবিতা : অন্য রকমওয়া, অবরোধের অধিকার প্রতিষ্ঠা : খণ্ডক, আজকে দিন, সানার পালকে আমি একা। ছোটগল্প : না! আর যাবো না। ভ্রমণ : এলাম সিঙ্গাপুর

