সংগ্রহ: শামসুল আরেফিন ড
ডা. শামসুল আরেফহীন জনগণের গণের বহু ইসলাম ধর্মে বিশ্বাসী, আর সংখ্যাগরিষ্ঠ এই বিভিন্ন মুসলিম জনতার ধর্মের বিষয়ে সম্যক অর্জনের জন্য প্রয়োজন হয় নিয়ন্ত্রণ বিধান। ১৯৮৯ সালে ইসলাম বিষয়ক এই রচনার জন্ম দেন। সাদামাটাভাবে জীবন পার করা শামসুল আরেফিন শিক্ষা জীবন অতিবাহিত করেছেন ক্যাডেট গে। ঝিনাইদহ ক্যাডেট থেকে তিনি মিডিয়াক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন।
